জেনারেল ডেটা প্রটেকশন (জিডিপিআর) আইন অনুযায়ী কোনো অনলাইন সেবা ব্যবহারে সর্বনিম্ন বয়স ১৩ বছর হতে হয়।
এক টুইটে টুইটার সাপোর্টের পক্ষ থেকে বলা হয়, “আমরা সম্প্রতি নতুন প্রাইভেসি আইন (জিডিপিআর)-এর কারণে আমাদের সেবায় পরিবর্তন এনেছি।”
“এই অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হয়, আর এমন বার্তা পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয় এই বলে যে, তাদের বয়স এখনও ১৩ বছরের নীচে।”
টুইটার জানিয়েছে তারা নীতিমালা অনুসারে ১৩ বছরের কমবয়সী কাউকে টুইটার অ্যাকাউন্ট খুলতে বা টুইট করতে দেয় না। বিডিনিউজ