বাবা হওয়া অনেক কষ্টের, আগে বুঝিনি: ওমর সানি
বিনোদন ডেস্ক রিপোর্ট: বিশ্ব বাবা দিবস আজ। প্রতি বছরই জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের ৫২টি দেশে এই দিবসটি পালিত হয়। এ বছরের জুন মাসের তৃতীয় রোববার হিসেবে আজ ১৭ জুন পালিত হচ্ছে দিবসটি।
দিনটিকে ঘিরে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাবার ছবি শেয়ার করে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ বাবাকে বিশেষ উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ প্রয়াত বাবাকে স্মরণ করছেন গভীর ভালোবাসা আর শ্রদ্ধায়।
তবে বাবা দিবস নিয়ে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ মনে করেন বাবার জন্য ভালোবাসা প্রতিদিনের। নির্দিষ্ট কোনও দিন ধরে বাবাকে ভালোবাসা জানানোর কিছু নেই।
এবছর ঈদের ছুটিতে বাবা দিবস হবার কারণে অনেকেই পরিবারের সঙ্গে, বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। অফিসের ব্যস্ততার বাইরে থেকে বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
চিত্রনায়ক ওমর সানি ফেসবুকে বাবার ছবি প্রকাশ করে লিখেছেন, বাবা তোমাকে হাজারও ছালাম। বাবা হওয়া অনেক কষ্টের, আগে বুঝিনি। ওপারেও তুমি অনেক ভালো থাকবে বাবা।
এই স্ট্যাটাসের সঙ্গে ওমর সানি তার ছেলে ফারদিন ও মেয়ে ফাইজার ছবিও শেয়ার করেছেন। সূত্র: আরটিভি অনলাইন