শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা সহায়তাকারীদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে আসা বিদেশি নাগরিকদের ভিসা জটিলতা নিরসনে নতুন ক্যাটাগরি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ জুন) সকালে হোটেল রিটজ-কার্লটনে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।

ইহসানুল করিম জানান, রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে যাওয়া বিদেশি নাগরিকদের ভিসা জটিলতার প্রসঙ্গ তুলে ‘ভিসা স্ট্যাটাস জটিলতা সমাধানে তাদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি করার’ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে বাংলাদেশে আশ্রয় দেয়া বিরাট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বব রে।

বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বব রের সঙ্গে সাক্ষাৎকালে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা শরণার্থীদের কষ্টকর অবস্থা থেকে বাঁচাতে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

এরপর সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জেরেমি হ্যারিসন।

সব শেষে কমার্শিয়াল কো-অপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকির নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জাবলোকি পরিবেশবান্ধব প্রযুক্তিতে কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন।

এই তিন সাক্ষাৎপর্বে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী