শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৭তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নাদাল

news-image

স্পোর্টস ডেস্ক : রোলান্ড গারোস যা ফ্রেঞ্চ ওপেন নামে বেশি পরিচিত। টেনিসের অন্যতম সেরা এই আসরের সঙ্গে মিশে গেছে রাফায়েল নাদালের নাম। ফের একবার এই স্প্যানিয়ার্ড প্রমাণ করে দিলেন কেনো ক্লে কোর্টের রাজা বলা হয় তাঁকে।

নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েমকে স্ট্রেট সেরে উড়িয়ে ক্যারিয়ারে ১১তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন ৩২ বছর বয়সী নাদাল। বিশ্ব টেনিসের র‌্যাংকিংয়ে থাকা এই এক নম্বর খেলোয়াড়ের পক্ষে ফল ৬-৪, ৬-৩ এবং ৬-২।

best ম্যাচ শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিক হেরে গেলেও ও খুব ভালো খেলেছেন। তিনি আমার ভালো বন্ধু। এই রকম খেলোয়াড় প্রয়োজন। আমি নিশ্চিত আগামী দু’বছরের মধ্যে ডমিনিক এখানে গ্র্যান্ডস্ল্যাম জিতবে।

টেনিসের কিং খ্যাত এই তারকার আরও বলেন, এই জয় অসাধারণ। আমি এই অনুভূতি বলে বোঝাতে পারব না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো। এই রকম ভাবাটাও কঠিন।

একেবারেই ভুল কথা বলেননি নাদাল। হেরে গেলেও নাদালের বিপক্ষে একবারের জন্যও হাল ছাড়েননি অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। ম্যাচের শুরু থেকেই খেলার রাশ নিজের হাতে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু প্রবল প্রতিপক্ষ নাদালের সামনে রুখে দাঁড়াতে ব্যর্থ হন এই তারকা প্লেয়ার।

ম্যাচের আগে থেকেই নাদালকে ফেভারিট মনে করা হলেও চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে পিছিয়ে ছিলেন না ডমিনিকও। ফ্রেঞ্চ ওপেনেও দারুণ ছন্দে পাওয়া যায় তাকে। এছাড়া নাদালের বিরুদ্ধে সাম্প্রতিক ফর্মও বেশ ছিল ভাল ডমিনিকের।

মাদ্রিদ ওপেনে এবং ইটালিয় ওপেনে ডমিনিকের কাছে হারতে হয় নাদালকে। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন ডমিনিক। এই নিয়ে ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ডস্ল্যামটি জিতলেন নাদাল।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি নিয়ে ৪ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

স্লোগানে মুখরিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত কর্মীদের ঢল

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের যেসব নির্দেশনা জামায়াতের

কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিন নিহত ৬৭, কারফিউ জারি

কক্সবাজার থেকে শুরু চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা

জামায়াতের সমাবেশ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা

‘এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’

চাঁদের মাটিতে টিকে থাকতে পারে প্রাণ

বিএনপিকে খেপিয়ে সমন্বয়করা কীভাবে মাঠে টিকে থাকবেন, প্রশ্ন ইলিয়াসের

লস অ্যাঞ্জেলসে পুলিশ স্থাপনায় বিস্ফোরণ, নিহত ৩