মিথ্যা তথ্য দিয়ে বিক্রি হয় রুহ আফজা,প্রতারণার কারণে মামলা(ভিডিও)
হামদদ ল্যাবরোটরিজ বাংলাদেশ উৎপাদিত রুহ আফজা স্বাস্থকর ফলের শরবত, গোলাপ ফুলসহ বিভিন্ন হারবাল উপাদানের নিযাস দিয়ে তৈরির কথা বলা হলেও আসলে এই ধরনের কোন উপাদান নেই পানীয়টিতে। কেবল বেশি লাভের আশায় মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ভোক্তাদের সাথে দীঘ দিন ধরে প্রতারণা করে পণ্যটি বিক্রি করে আসছে প্রতিষ্ঠানটি। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার নিরাপদ খাদ্য কতৃপক্ষ আইনে পাঁচটি ধারায় মামলা হয়েছে রুহ আফজা উৎপাদনকারী হামদদ ল্যাবরোটরিজ বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে।
হামদদ ল্যাবরোটরিজ বাংলাদেশ উৎপাদিত পানীয় রুহ আফজা আঙ্গুর, আপেল, তরমুজ.কমলাসহ বিভিন্নরকম ফল গোলাপের নিযাস দিয়ে তৈরি করা হয় বলে প্রচার ও বাজারজাত করা হচ্ছে দীঘ দিন ধরে। শুধু তাই নয় রুহ আফজা জ্বর,বমি,বদ হজম, মাংসপেশীর খিচুনী, ডায়রিয়া,আমাশয়সহ বিভিন্ন রোগের ঔষুধ হিসেবে কাজ করে বলে প্রচার করা হয়।
তবে নিরাপদ খাদ্য কতৃপক্ষের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রুহ আফজায় কোন ধরনের স্বাস্থ্যকর বা ঔষুধী উপাদান দূরে থাক। বরং অতিরঞ্জিত, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বাংলাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে অসংখ্য ভোক্তার দৃষ্টি আকষণে অপকৌশল মাত্র।
নিরাপদ খাদ্য কতৃপক্ষ আইনে পাঁচটি ধারায় লঙ্ঘনের অবিযোগে নিরাপদ খাদ্য অধিদপ্তরে মামলা করেন খাদ্য কতৃপক্ষ। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যার হাকিম ইউসৃফ, হাকিম সাইফুদ্দিনকে আসামি করা হয়।