উ.কোরিয়ার ওপর ‘কঠোর’ নিষেধাজ্ঞার পরিবর্তন হবে না: যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন নীতি একটুকুও পরিবর্তন করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এতথ্য জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। কেননা, দেশটি যথেষ্ট শক্তিশালী। তাই সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের আগে উত্তর কোরিয়ার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার প্রশ্নই আসে না।
এর আগে, শুক্রবার হোয়াইট হাউজে উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, উত্তর কোরিয়া আগের চেয়ে আরও অনেকবেশি সহযোগিতাপূর্ণ আচরণ করছে। দেশটির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্তের কোনও পরিবর্তন আনা না হলেও, আপাতত নতুন কোনও অবরোধও আরোপ করা হবে না।
ট্রাম্প এও বলেন, এখন আর তিনি ‘সর্বোচ্চ চাপ’ আরোপের কথা ভাবছেন না। কেননা, দু’পক্ষই এখন কাছাকাছি আসতে শুরু করেছে। রয়টার্স