শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় নাগরিক সংবর্ধনা পাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক: আগামী ১০ জুন কানাডার টরন্টো প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবেন। এ উপলক্ষে কানাডা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা নানা প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, নারীর ক্ষমতায়ন ও উদ্বাস্তুদের আশ্রয় প্রদানের অবিস্মরণীয় পদক্ষেপ গ্রহণে সাহসিকতার কথা জানতে চায় জি-সেভেন সামিট। এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কানাডার কুইবেকে অনুষ্ঠিতব্য শীর্ষ ধনীদেশগুলোর বার্ষিক সম্মেলনে। এটি হবে ৮ ও ৯ জুন। এই সম্মেলনে শেখ হাসিনাকে বিশেষভাবে সম্মান জানানো হবে।

সম্মেলনের পর ১০ জুন টরন্টোতে প্রবাসীরা নাগরিক সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্মিলিত উদ্যোগে সংবর্ধনা সমাবেশটি হবে ডাউন টাউন টরন্টোতে মেট্রো কনভেনশন সেন্টারে। টরন্টোর এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক আওয়ামী লীগ, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাও যোগ দেবেন বলে জানা গেছে।

সম্মেলনের হোস্ট কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, চলতি বছরের জি-৭ শীর্ষ সম্মেলনের এজেন্ডা নির্ধারণে প্রগতিতে প্রাধান্য দেওয়ায় কানাডা গৌরববোধ করছে। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, ক্লিন এনার্জি এবং সকলের উপকারে আসে এমনভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই সম্মেলনে।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে শলাপরামর্শ করতে চাই, যা সব নাগরিকের জন্যেই কল্যাণকর হবে। আর এভাবেই আমরা আমাদের সন্তান ও নাতি-পুতিদের জন্যে নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং শান্তিপূর্ণ বিশ্ব রচনায় ব্রতী হতে চাই।’

এই সফরে কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করবেন বলে জানা গেছে।

এ জন্যে প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার রাতে কানাডার উদ্দেশে বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। ১১ জুন ঢাকার উদ্দেশে কানাডা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী