রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোয়ালখালীতে মাজারের চাঁদা নিয়ে সংঘর্ষে নিহত ১

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মাজারে ওরসের জন্য চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি খুন হয়েছে।

মঙ্গলবার রাতে চরণদ্বীপ ফখিরাখালী তুফান আলী শাহ মাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শাহ আলম (৫২) ওই এলাকার বাসিন্দা।

বোয়ালখালী থানার এসআই মো. ফারুক বলেন, “মঙ্গলবার মাজারের বার্ষিক ওরসের দিন গেইটে দানের টাকা তোলা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ হয়।

“এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় শাহ আলমের বুকে ধারলো অস্ত্রের আঘাত লাগে।”

গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই ফারুক।

শাহ আলমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।