বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অপ্রাকৃতিক প্রকৃতি’, ২৭ এপ্রিল ২০১৮

news-image

বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমিতে (ঢাকা)  ড. মুকিদ চৌধুরীর ‘অপ্রাকৃতিক প্রকৃতি, ২৭ এপ্রিল ২০১৮।

বাংলা নাট্যশিল্পে মুভমেন্ট থিয়েটারের জনক ও নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ারকিছু নেই। সার্বজনীন পরিচিতির ক্ষেত্রে দেশ-বিদেশের বাঙালিদের কাছে তিনি একজন গুণধর ও উজ্জ্বলনাট্যব্যক্তিত্ব। একটি চরিত্রকে নির্মল শিল্পমায়ায় জীবন্ত করে ফুটিয়ে তুলতে তার জুড়ি নেই।
প্রাণবন্ত আখ্যানকাব্যে একের-পর-এক পাঠক ও দর্শকদের দৃষ্টি এবং মননকে চমকিত করে চলেছেন গুণী এইনাট্যকার, নির্দেশক ও কথা সাহিত্যিক। তার সৃজন আখ্যানের ভাঁজে-অভাঁজে নৈসর্গিক রূপমার বিস্তারশিল্পপ্রেমীদের আকৃষ্ট করে অমোঘ এক মোহমায়ায়। অনবদ্য কর্মমুখরতায় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেওসমানতালে সুনাম কুড়িয়ে চলেছেন বাংলার নাট্যভাস্কর।
মঞ্চের আলোচিত নাটক ‘অশোকানন্দ’, ‘অচীন দ্বীপের উপাখ্যান, ‘একটি আষাঢ়ে স্বপ্ন, ‘কর্ণপুরাণ, ‘তারকাঁটারভাজে, ‘রাজাবলি’, ‘গোমতীর উপাখ্যান’, ‘চম্পাবতীসহ মধ্যযুগের আখ্যান নির্মাণে বাঙালির নাট্যচিন্তার প্রসারঘটেছে ড. মুকিদ চৌধুরীর অনবদ্য নাট্যসৃজনে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি হবিগঞ্জের থিয়েটার সংগঠন দেশনাট্যগোষ্ঠী মঞ্চে এনেছে ড. মুকিদ চৌধুরী রচিত নাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি
গেল জানুয়ারি মাসে মঞ্চে আসা এ নাটকটি এরই মধ্যে হবিগঞ্জে তিনটি সফল প্রদর্শনীর মধ্য দিয়ে সেখানকারদর্শক-সমালোচকদের মুগ্ধ করতে সমর্থ হয়েছে তারই আলোকে এবার ঢাকার মঞ্চে প্রথমবারের মত প্রদর্শিত হবেদেশ নাট্যগোষ্ঠীর এই নবপ্রয়াস। আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয়নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ড. মুকিদ চৌধুরী রচিত এ নাটকটি। দেশ নাট্যগোষ্ঠী প্রযোজিত এনাটকটি নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ।
অনেকটা দেশজ ও রবীন্দ্র নাট্যধারার আদলে মঞ্চের পাদপ্রদীপের আলোয়ে নাটকটি উপস্থাপনের চেষ্টা করাহয়েছে। অস্পৃশ্য, অনাদৃত, অবহেলিত এক সন্তানহীন নারীর কাহিনি নিয়ে আবৃত হয়েছে ‘অপ্রাকৃতিক প্রকৃতি।যেখানে নারীকে মনুষ্যত্বের সম্মানে উন্মুক্ত করা হয়েছে শিল্পের গহীনালোয়ে। নাটকে প্রকাশ পেয়েছে সন্তানহীননারীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব-সংঘাত প্রভৃতি।
মূল চরিত্র ‘স্মৃতির জীবন সংসারের কাহিনি নাটকে নিপুণভাবে ফুটে উঠেছে। সন্তান লাভের আশায় ‘স্মৃতি’ ভণ্ড সাধুরআশ্রমে যেতেও কুন্ঠাবোধ করেনি। আর ‘মানব’ চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসার ত্যাগী হয়,কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতি বিমুখ হলে। বেকসুরপ্রকৃতি মাঝে মাঝে হয়ে ওঠে অপ্রাকৃতিক বাংলার রূপ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনহারোন সাঁই (রুপাই), জনি রানি দাস (স্মৃতি), প্রসেনজিৎ দেবনাথ (মানব),আল আমিন (অলক), শারমিন আক্তার (পদ্মশ্রী), শাহীন আহমেদ (যাদেব), যোশেফ হাবিব (কাকা), সিরাজুল ইসলাম(সাধু)। ভক্তবৃন্দমুখলিছুর রহমান ও মাখন মিয়া। কীর্তনীয়াফারুক দেওয়ান। নৃত্যমিঠুন, রোদ্র, নয়ন, সন্দিপ।নৃত্য-পরিকল্পনাসুজন চৌধুরী।