বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ১৫ দোকান ভষ্মিভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার কুটি চৌমুহনীতে শনিবার রাতে অগ্নিকান্ডে ১৫ টি দোকান আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডের সময় বেশ কয়েকজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি বেকারী থেকে এই আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের শিখা আশে পাশের দোকান গুলিতে ছড়িয়ে পড়ে।

আগুনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত্র হয় মোহনা এগ্রো কেমিক্যাল কোম্পানির গোডাউনসহ আশে পাশের বেশ কয়েকটি দোকান। দোকানের মজুদ মালামালসহ আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আগুন নিভাতে গিয়ে আহত কয়েক জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।