বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের লক্ষ্মণাবন্দে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫, দগ্ধ ২

news-image

সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ শিশু ও ২ নারী রয়েছে।

রোববার ভোর রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো অন্তত ২ জন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, লয়লু মিয়ার সোমি সেমিপাকা বাড়ির তিনটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই রুমগুলোতে দুটি পরিবারের তিনজন নারী, দুই বছরের একটি শিশুসহ তিনটি শিশু ছিলো। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সূত্র: পরিবর্তন