শনিবার (১৭ মার্চ) সকালে জাতির জনকের পৈত্রিক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।
আবদুল হামিদ এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন।
এরপর রাষ্ট্রপতি সমাধি সৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিকবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার সকালে জাতির জনকের পৈত্রিক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।
শেখ হাসিনা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে পুনরায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে একটি স্মারক ডাক টিকেট প্রকাশ এবং ‘আমাদের ছোট রাসেল সোনা’ নামে শিশুদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন।
শেখ হাসিনা শিশু সমাবেশে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এবং দুস্থদের মাঝে সেলাইয়ের মেসিন বিতরণ করবেন। প্রধানমন্ত্রী একটি বইমেলার উদ্বোধন করবেন বিকেলে। এরপর তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।