রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফিলিস্তিনের মানসিক প্রতিবন্ধী যুবককে হত্যা করল ইসরাইলি বাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরের হেবরন শহরে এক মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মুহাম্মদ জাইল আল জাবারি নামে ওই প্রতিবন্ধী যুবকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।-খবর আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের সময় বুকে গুলি লেগে ২৪ বছর বয়সী ওই যুবক নিহত হন।

জাবারির চাচা আবু নাসের বলেন, তার ভাইয়ের ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে ঠিকমতো কথা বলতে পারত না।

প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রায় সময়ে তিনি বিক্ষোভের সামনে থাকতেন। আবু নাসের বলেন, জাবারি ফিলিস্তিনকে ভালোবাসত। সে কখনও বসে থাকত না। কিন্তু ইসরাইলি বাহিনী যখন শহরে ঢুকে পড়ে, তখন সে কিছু করেনি।

তিনি বলেন, সে আমাদের পরিবারের গর্বের উৎস। তার মৃত্যু মেনে নেয়া আমাদের পক্ষে সহজ হবে না।