রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আশুগঞ্জে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : সরকারের বিশেষ উদ্যোগসমূহের ব্র্যান্ডিং, বর্তমান সরকারের সফলতা অর্জন, উন্নয়ন ভাবনা ভিশন-২০২১ ও জনসম্পৃক্ততার লক্ষে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, বিভিন্ন সেক্টরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে অবহিতকরণ ও জনসম্পৃক্ততার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।

আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।