নেইমারের পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন
স্পোর্টস ডেস্ক : ব্রাজিল তারকা নেইমারের ডান পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে জুনে বিশ্বকাপ সামনে রেখে নেইমারের পুরোপুরি সুস্থ হতে দুই মাস সময় লেগে যেতে পারে। আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্রাজিলের বেলো হরিজন্তে শহরের মাতের দেই হাসপাতালে নেইমারের অপারেশেন করানো হয়। ব্রাজিলিয়ান ডাক্তার রদ্রিগো লাসমার অস্ত্রোপচার করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার অপারেশন করাতে প্যারিস থেকে নিজ দেশ ব্রাজিলে পৌঁছেছেন নেইমার। তখন ম্যাচের পর পিএসজি তারকা ম্যানেজার উনাই এমেরি জানিয়েছিলেন, প্রাথমিক পরীক্ষার পরে জানা গেছে নেইমারের চোট গুরুতর নয়। গোড়ালির লিগামেন্টে আঘাত লেগেছে দলের সব চেয়ে দামি তারকার। লিগামেন্টে চোটের সঙ্গে পায়ের কনিষ্ঠ আঙুলের হারও (মেটাটারসাল) ভেঙেছে নেইমারের।