রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল,  ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরণ এলাকায়  রাস্তার পাশ থেকে অজ্ঞাত (২৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে  নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি কেউ।
পুলিশ ও এলাকাবাসি জানান,  বড়হরণ এলাকার রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান
নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।