বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেদরোগে আক্রান্ত মাখন মিয়ার সহমর্মিতায় লায়ন ফিরোজুর রহমান ওলিও

news-image

ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের বাসিন্দা মাখন মিয়া দীর্ঘদিন যাবৎ মেদ রোগে আক্রান্ত হয়ে ব্যতিক্রমী জীবন যাপন করছেন। মাখন মিয়ার স্বাভাবিক জীবন যাপনের জন্য চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার আর্থিক সামর্থ তার নেই। গতকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক, দানশীল ব্যক্তিত্ব লায়ন ফিরোজুর রহমান ওলিও মাখনের খোঁজ খবর নিতে তার বাড়িতে যান। তিনি অসুস্থ মাখনের রোগ, চিকিৎসা এবং জীবনযাপনের খোঁজ খবর নেন। এসময় মাখন তার জীবন যাত্রার দুঃসহ কথা তুলে ধরেন। লায়ন ফিরাজুর রহমান ওলিও মাখনকে সহমর্মিতা জানান এবং ঢাকায় গিয়ে চিকিৎসার পরামর্শ চিকিৎসার ব্যাপারে সহায়তার আশ্বাস দেন। এসময়ে জুরু মিয়া মেম্বার, শাহজাহান খান, সাংবাদিক আল আমীন শাহীন, সৈয়দ রিয়াজ আহমেদ অপু ,শহুদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।