শ্রীদেবীকে বিদায় জানাতে তারকাদের ঢল
বিনোদন ডেস্ক : বলিউড তারকা শ্রীদেবীর বিদায়ের পালা শুরু। মুম্বাইয়ের লোখানধৌলা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে রাখা হয়েছে এই অভিনেত্রীর মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন অসংখ্য অনুরাগীদের সঙ্গে বলিউড তারকারা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় প্রায়ত অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে।
সকালে সবার আগে সেখানে যান প্রযোজক-পরিচালক করণ জোহর। এরপর যান শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর। এর পর তাকে শেষশ্রদ্ধা জানাতে যান ফারাহ খান, জয়া প্রদা, ঐশ্বরিয়া রায় বচ্চন, আরবাজ খান, সোনম কাপুর, হেমা মালিনী, এষা দেওল, সুভাষ ঘাই, অনু কাপুর, মণীশ পাল, উর্বশী রাউতেলার মতো তারকারা।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে শ্রীদেবীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে দুবাই কর্তৃপক্ষ।