বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শেরেবাংলা নগরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে সংসদ এলাকায় ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন।

তিনি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার চর গঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে কবির হোসেন পরিবার নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে তিনি বসিলায় যাচ্ছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে কবির হোসেন গুরুতর আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।