সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের ছন্দে ফেরাতে ‘পিতৃসুলভ’ ওয়ালশ

news-image

স্পোর্টস ডেস্ক : বোলিং কোচের পাশাপাশি কোর্টনি ওয়ালশকে এবার সামলাতে হবে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব। মিশন শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ দলকে ছন্দে ফেরানো। সেই লক্ষ্যে ক্রিকেটারদের কাছে ‘পিতৃসুলভ’ থাকতে চান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি।

২০১৬ সালের সেপ্টেম্বরে বোলিং কোচের দায়িত্ব নেওয়ার সময় একই কথা বলেছিলেন। অন্তর্বর্তীকালীন কোচ হয়ে তারই পুনরাবৃত্তি টানলেন ওয়ালশ। কোচ হিসেবে তো কাজ করবেনই। সঙ্গে দলের অভিভাবক ভূমিকাটা হবে পিতৃসুলভ ও মেন্টর হিসেবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতেই ত্রিদেশীয় ওয়ানডে ফাইনাল, টেস্ট ও টি-২০ সিরিজ হেরে আত্মবিশ্বাসের তলানিতে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মনোবল ফেরাতে চান ওয়ালশ। গত কয়েকদিন ধরে পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্পে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যা চলবে ২ মার্চ পর্যন্ত। এরই মধ্যে বেড়ে গেল দায়িত্বের পরিধি। এখন গোটা দলকেই দেখভাল করতে হবে। ৪ মার্চ কলম্বোর বিমানে চাপবে ওয়ালশের শিষ্যরা।

একটি দলের প্রধান কোচ হওয়ার অভিজ্ঞতা নেই ওয়ালশের। বড় দায়িত্ব সামলানোটা হবে চ্যালেঞ্জিং। কীভাবে আগাবেন তার রূপরেখা ঠিক করে রেখেছেন তিনি।

ওয়ালশের কথায়, ‘আমার ভূমিকাটা হবে পিতৃসুলভ। আমার কাজ হবে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করা। ফর্মহীনদের ফর্মে ফেরার কাজ করতে প্রস্তুত থাকা আবশ্যক। সবার বাড়তি পরিশ্রম করাটা নিশ্চিত করতে হবে। তা করতে পারভে আমরা ছন্দ খুঁজে পাব। দলে সবাইকে নিজেদের ভূমিকাটা পালন করার বিকল্প নেই। সবার মধ্যে যেন এই তাড়না থাকে। খেলতে হবে দলের জন্য, দলের জন্য যা প্রয়োজন তা করতে হবে। এটাই হবে আমার মূলমন্ত্র।’

আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এ জাতীয় আরও খবর

রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন ঘোষণা

চলতি মাসেই লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে, নামবে শীত

ট্রাম্পের ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে কমলা

মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

গৃহবধূকে গুলি করা মাদক কারবারি জাদু সুমন গ্রেপ্তার

বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি : আদানি গ্রুপ

চাল আমদানিতে ফের করভার কমালো সরকার

সংবিধান সংস্কারে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেবে কমিশন

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: ফখরুল

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৮০০ কোটি টাকা

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৩০৬ জন আক্রান্ত

পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখতে বললেন ড. ইউনূস