অ্যাশেজের জন্য প্রস্তুত হ্যাজেলউড
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ খেলার জন্য প্রস্তুত বলে নিজেই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ম্যাচ শেফিল্ড শিল্ডে ৬ উইকেট নিয়ে নিজেকে ফিট দাবি করেন তিনি।
হ্যাজেলউড বলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট। অ্যাশেজ খেলার জন্য প্রস্তুত। ’
সাইড স্ট্রেইন ইনজুরির কারণে গত আগস্টে বাংলাদেশ সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরে যান হ্যাজেলউড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছাড়াও ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে গেল সপ্তাহে মাঠে ফিরেন ডান হাতি এ পেসার।
অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ম্যাচ নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামেন হ্যাজেলউড। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১৩ ওভারে ২৪ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ১৭১ রানে জিতে যায় নিউ সাউথ ওয়েলস।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৩১টি টেস্টে ১১৮ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী হ্যাজেলউড।