অ্যাম্বুলেন্সে বস্তাভর্তি গাঁজা
নিজস্ব প্রতিবেদক : সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে ঢাকায় ঢোকা একটি অ্যাম্বুলেন্স আটকে ৯৫ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের টিক্কাপাড়া পানির পাম্পের কাছে গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি আটকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান (২৪)।
ডিবির এই সহকারী কমিশনার বলেন, সন্ধ্যার দিকে কাঁচপুর সেতু দিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজধানীতে প্রবেশ করে। গোয়েন্দা পুলিশ থামার সংকেত দিলে অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে দ্রুত চলে যায়।
এরপর গোয়েন্দারা তাদের অনুসরণ করে।এক পর্যায়ে তাদের হারিয়ে ফেললেও অনুসন্ধান চালিয়ে অ্যাম্বুলেন্সটি মোহাম্মদপুর এলাকায় যাওয়ার কথা জানা যায়। পরে ওই এলাকার টিক্কাপাড়া পানির পাম্পের কাছে সেটি আটক করা হয়।
“অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো রোগী পাওয়া যায়নি। ভেতরে ৬টি বস্তায় ৯৫ কেজি গাঁজা পাওয়া যায়।”
এত গাঁজা কোথা থেকে এসেছে জানতে চাইলে তিনি বলেন, “গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে হচ্ছে সীমান্ত এলাকা থেকে এনেছে।”
আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে মাদকের এই চালান আনা হয়েছে বলে মনে করেন গোয়েন্দা কর্মকর্তা লেনিন।
তিনি বলেন, “সাইরেন বাজিয়ে দ্রুত ঢাকায় নিয়ে আসে। মুমূর্ষু রোগী আছে ভেবে পথে কেউ থামায় না, আবার সেতুতে টোলও দিতে হয় না।”