সুস্থ হয়ে দেশে ফিরছেন ডিপজল
আজ ঢাকায় ফিরছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে প্রায় দেড় মাস পর দেশে ফিরছেন তিনি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার।
অলিজা মনোয়ার বলেন, ‘আব্বা এখন পুরোপুরি সুস্থ। আমরা আগামীকাল দেশে ফিরছি। বাংলাদেশ থেকে সবাই আব্বার খোঁজখবর নিয়েছেন। আব্বা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
গত সোমবার সফল আস্ত্রোপচার হয়েছে জানিয়ে অলিজা বলেন, ‘গত সোমবার আব্বার হার্টের বাইপাস অপারেশন সফল হয়েছে। এখন তিনি ভালো অছেন, তবে মাঝেমধ্যেই সাধারণ চেকআপের জন্য সিঙ্গাপুর আসতে হবে।’
গত ১৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা ডিপজল। পরে ২০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়।