স্পেনকে ভয় মেসির!
স্পোর্টস ডেস্ক :ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। রাশিয়া বিশ্বকাপেও হট ফেবারিট। এমন দলকে বিশ্বকাপের গ্রুপ পর্বে যেকোনো দলই এড়াতে চাইবে। এর ব্যতিক্রম নয় আর্জেন্টিনাও। লিওনেল মেসি তাই সাফ জানিয়ে দিয়েছেন, গ্রুপ পর্বে স্পেনের মুখোমুখি হতে চান না তিনি।
বিশ্বকাপের বাছাইপর্বে বেশ সংগ্রাম করতে হয়েছে আর্জেন্টিনাকে। বাছাইপর্বের শেষ রাউন্ডে মেসির হ্যাটট্রিকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা পট ওয়ান এবং স্পেন পট টু’তে থাকায় গ্রুপ পর্বে দুই দল একে অন্যের বিপক্ষে পড়ার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না। তবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা এলএম টেন স্পেনের মুখোমুখি হতে চান না।
প্রীতি ম্যাচ খেলতে এখন ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ায় অবস্থান মেসির। সেখানেই সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি গ্রুপ পর্বে স্পেনকে এড়াতে চাইব। কেননা, তারা অনেক শক্তিশালী দল।’
বার্সেলোনার সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করেননি মেসি। এই আর্জেন্টাইন তারকা ন্যু-ক্যাম্প ছেড়ে যাবেন বলে প্রায়ই গুঞ্জন ওঠে। তবে ক্যারিয়ারের শেষ বেলায় বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েই রেখেছেন কিং লিও, ‘আমাকে এখনো নিউওয়েল ওল্ড বয়েজের (মেসির শৈশবের ক্লাব) হয়ে খেলতে হবে। আর্জেন্টাইন ক্লাবের হয়ে ফুটবল খেলার মনোবাসনা আমার সবসময়ই রয়েছে।’