রাজনীতিতে নাম লেখাবেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক : বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন, তার স্ত্রী জয়া বচ্চন, হেমা মালিনী, রেখা, গোবিন্দসহ অনেকে অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতিতে। দুই মাধ্যমে নিজেদের মেধার প্রমাণও দিয়েছেন তারা। শুধু বলিউড নয় ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা এনটি রামা রাও, চিরঞ্জীবি, পবন কল্যাণসহ অনেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ চিরঞ্জীবির মতো পূর্ব পুরুষদের পথ ধরে হাঁটতে যাচ্ছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন। তিনিও রাজনীতিতে যোগ দেবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘স্টাইলিশ তারকা আল্লু অর্জুন ইদানীং রাজনীতি নিয়ে মতামত প্রকাশ করা এবং এ বিষয়ে যুক্তিতর্ক করতে খুব পছন্দ করছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং পুরো ভারতের চলমান রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত সবাই তার কথার প্রশংসা করেন।’
সূত্রটি আরো বলেন, ‘তার চাচা মেগাস্টার চিরঞ্জীবি, পবন কল্যাণের মতো আল্লু অর্জুনেরও রাজনীতি নিয়ে পরিকল্পনা রয়েছে। যদি সুযোগ হয় তবে ৩৪ বছর বয়সি আল্লু অর্জুন তার চল্লিশ বছর বয়সে বড় পরিসরে রাজনীতিতে যোগ দিবেন। চিরঞ্জীবি, পবনের চেয়ে রাজনৈতিকভাবে আরো বড় কাঠামো তৈরি করতে চান বলেও ওই অনুষ্ঠানে জানান আল্লু অর্জুন।’ জনসেনা পার্টি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন কিনা তা জানাননি এই অভিনেতা।
১৯৮৫ সালে ‘বিজেতা’ সিনেমায় প্রথম শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। ২০০৩ সালে ‘গাঙ্গোত্রী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন এই অভিনেতা।