মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের জয়রথ থামাল খুলনা

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের বিদায়ী উপহার দিতে পারল না সিলেট। বিপিএলের সিলেট পর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল সিলেট সিক্সার্স। কিন্তু আজ শেষ ম্যাচে এসে আর পারেনি দলটি। খুলনা টাইটানসের কাছে ৬ উইকেটে হেরেছে সিলেট। ১৩৫ রান তাড়া করতে নেমে ১২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিয়েছেন মাইকেল ক্লিঙ্গার।

এত দিন সিলেটের ম্যাচ মানেই উদ্বোধনী জুটিতে বড় এক ভিত্তি দিয়ে যাবেন আন্দ্রে ফ্লেচার ও উপুল থারাঙ্গা। ফ্লেচার যদি নাও পারেন থারাঙ্গা অন্তত ফিফটি পাবেন। আজ দুটোর কোনোটাই হয়নি। এতেই সিলেট সিক্সার্সের ব্যাটিংয়ের রুগ্‌ণ দশার দেখা মিলল। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৫ রান তুলেছে সিলেট।

শিশিরের কারণে যেখানে রান তাড়া করাকেই সবাই পছন্দ করছেন, সেখানে ১৩৬ রান খুব সহজ এক লক্ষ্য। তবু যে খুলনাকে ১৮ ওভার খেলতে হলো, এর কারণ তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার দারুণ এক স্পেলে ১৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে সিলেটকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ক্লিঙ্গার ও মাহমুদউল্লাহ ঠান্ডা মাথায় সামলে নিয়েছে সব চাপ। ৫০ রানের চতুর্থ উইকেট জুটিতে এ দুজনই ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন সিলেটকে। ৯৩ রানে চতুর্থ উইকেট হিসেবে মাহমুদউল্লাহ ফিরলেও প্রথম জয় পেতে অসুবিধা হয়নি টাইটানসদের। ব্রাফেটকে (২৩ *) নিয়ে অনায়াসে ম্যাচ বের করেছেন ক্লিঙ্গার। বর্ষীয়ান এই অস্ট্রেলিয়ান অপরাজিত ছিলেন ৪৭ রানে।

এর আগে টপ অর্ডারের ব্যর্থতার পরও দলকে মোটামুটি একটা সংগ্রহ এনে দিয়েছেন নাসির। ৩৫ বলে নাসিরের অপরাজিত ৪৭ রানেই ১৩৫ রান করতে পেরেছিল সিলেট। তবে অধিনায়কের সে ইনিংসেও সিলেটের শেষ রক্ষা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ