একেএম হারুনুর রশীদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত
তিতাস পাড়ের কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অধ্যাপক একেএম হারুনুর রশীদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংষদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত দোয়া,শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মরণ সভা এবং শিল্পকলা একাডেমি আয়োজিত স্মরণ সন্ধ্যায় একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করা হয়েছে।
বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ বাহারুল ইসলাম মোল্লা। অন্যান্যের মধ্যে ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন, প্রভাষক মোস্তফা আপন, শিল্পী সংসদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল,জয়নাল আবেদীন,রিপা কর্মকার, সজীব সাহা সায়মন ওবায়েদ শাকিল প্রমুখ। দোয়া পরিচালনা করেন সোহেল রানা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
আলোচনায় বক্তারা হিরন্ময় ব্যক্তিত্ব অধ্যাপক একেএম হারুনুর রশীদ এর বিভিন্ন অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা মরহুমের স্মৃতি রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনের নামকরণ , একটি সড়কের নামকরণ সহ নতুন প্রজন্মমের কাছে হারুণ স্যারের আদর্শ তুলে ধরার পদক্ষেপ নেয়ার আহবান জানান। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।