রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ফাহিম আহমেদ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে ভারতের ত্রিপুরায় ৪ দশমিক ৭ মাত্রার ভূকম্পনের কারণে বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কত সেকেন্ড স্থায়ী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্থায়ীত্ব নির্ণয় করি না।
ভারতের আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভারতীয় সময় ১০টা ২০ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ, বাংলাদেশের সময় ১০টা ৫০ মিনিট ৫২ সেকেন্ডের দিকে ভূকম্পন অনুভূত হয়। এটি ছিল মৃদু ভূকম্পন। উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। গভীরতা ৩৩ কিলোমিটার।