বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাটট্রিক

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ঘরোয়া শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে এক ম্যাচেই দুইবার হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরুর আগে স্টার্কের এই বিধ্বংসী রূপ সতর্ক বার্তাই দিয়ে রাখলো ইংলিশদের।

কেননা অ্যাশেজ শুরুর সময় এগিয়ে আসছে। ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় চলে গেছে কদিন আগেই।
বাঁহাতি পেসার স্টার্ক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে নেন ৫৬ রানে ৪ উইকেট। তার আগে ব্যাট হাতে করেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪১ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। ব্যাট হাতে অপরাজিত থাকেন ১৪ রানে। আগের ইনিংসে হ্যাটট্রিক করা স্টার্ক পরের ইনিংসেও হ্যাটট্রিক করেন।

প্রথম ইনিংসে জোনাথন ওয়েলসকে আউট করার পর হ্যাটট্রিক করতে পরপর ফিরিয়ে দেন জেসন বেয়ার্নডর্ফ, ডেভিড মুডি ও সাইমন ম্যাকিনকে। আর দ্বিতীয় ইনিংসে বল হাতে একে একে ফিরিয়ে দেন জেসন বেয়ার্নডর্ফ, ডেভিড মুডি ও জোনাথন ওয়েলসকে।

গত ম্যাচে আরও বিধ্বংসী ছিলেন স্টার্ক। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে গত ২৭ অক্টোবরের ম্যাচে প্রথম ইনিংসে বল হাতে ২ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে ৭৩ রান খরচায় তুলে নিয়েছিলেন ৮ উইকেট। তারও আগের দুই ম্যাচে উইকেট পেয়েছিলেন ৬টি (৩+৩)।

আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্টার্ক নতুন বলে ম্যাচ শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

আমরা খুব স্বস্তি অনুভব করছি: স্কয়ারের সিইও তপন চৌধুরী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

দেশে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন