ডিপজল এখন সুস্থ, দেশে ফিরবেন বৃহস্পতিবার
চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন পুরোপুরি সুস্থ। দীর্ঘ একমাসের বেশি সময় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি দেশে ফিরবেন।
সিঙ্গাপুর থেকে ডিপজলের দেশে ফেরার খবর জাগো নিউজকে জানিয়েছেন তার কন্যা ওলিজা মনোয়ার। মঙ্গলবার রাতে ওলিজা বলেন, বাবা এখন পুরোপুরি সুস্থ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাকে নিয়ে বাংলাদেশে ফিরব।
এর আগে ৩০ অক্টোবর দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।