যুক্তরাষ্ট্রে গুলাগুলি করে এবছর ১৩ হাজার মানুষের মৃত্যু
সম্প্রতি, টেক্সাসে গির্জায় গুলিবিদ্ধ হয়ে ২৬ জন নিহত হওয়ার ঘটনাটি যুক্তরাষ্ট্রের সংঘটিত সহিংসতা গুলোর মধ্যে অন্যতম। একটি প্রতিবেদনের মতে, এবছর যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে মোট মৃতের সংখ্যা প্রায় ১৩ হাজারে পৌঁছেছে।
একটি সংবাদ মাধ্যমের মতে, ২০১৬ সালের ৫ নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বমোট ৩০৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং এসব হামলায় মোট ১৩ হাজার ১৪৯ জন নিহত হয়েছেন। টেক্সাসে গির্জায় গত রোববার বন্দুকধারী হামলা করলে ২৬ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছিল। সর্বশেষ ৩৫ দিনের মধ্যে বন্দুক হামলায় এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃতের ঘটনা।
এর কয়েকদিন আগে লাস ভেগাসের একটি হোটেলে বন্দুকধারীরা হামলা করলে ৫৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল। এটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল।
সাদারল্যান্ড স্প্রিংস বা টেক্সাসের মত জায়গাগুলিতে সাধারণ মানুষের বন্দুকের মালিকানা আছে। এ এলাকার রিপাবলকিান নেতাকর্মীরা বন্দুক নিয়ন্ত্রণের জন্য বহু আগে থেকে প্রচারাভিযান চালিয়ে আসতেছে। বন্দুকগুলি নিয়ন্ত্রণে আনতে পারলে রাষ্ট্রকে অনেকটা নিরাপদে রাখা যাবে বলে তারা আশা করেন।
বন্দুক নিয়ন্ত্রণে থাকলে এসব দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে কিনা; সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এসব দূর্ঘটনার জন্য তাদের মানসিকতা দ্বায়ী।’ ডেইলি সাবাহ