জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশুগঞ্জ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আশুগঞ্জ প্রতিনিধি॥
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশের গন মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিঃসহ-সভাপতি আজিজুর রহমান জজ মিয়া, সহ-সভাপতি ইদ্রিস হাসান, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা মিয়া, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন ।
তালশহর ইউনিয়ন বিএনপির সিনিঃসহ-সভাপতি ফরিদ আহমেদ, আক্তার মিয়া, আশুগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোর্শেদ খাঁ, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, সহ-সভাপতি মোবারক হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা ইউনুছ মিয়া, তালশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হানিফসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন শরিয়ত নগন জামে মসজিদের ইমান মাওলানা নুরুলহক ছালেক। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর খাঁ।