বিধ্বংসী সিলেট: রান পাহাড়ে চাপা রাজশাহী
স্পোর্টস ডেস্ক :সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ষষ্ঠ ম্যাচে মাঠে টস হেরে মাঠে নামে সিলেট সিক্সার্স। রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করছে দারুণ ছন্দে আছে সিলেট সিক্সার্স। ঘরের মাঠে বিপিএলের ৫ম আসরের দুর্দান্ত খেলছে সিলেট সিক্সার্স। এখন পযর্ন্ত সবার চাইতে পয়েন্ট তালিকার র্শীষে আছে সিলেট। অনেক সাদা মাটা দল গঠন করেছে সিলেট সিক্সার্স তবে এই দল নিয়েই ঘরের মাঠে চমক দেখাচ্ছে সিলেট দুই ওপেনিং জুটির ওপর ভর করে এখন বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিলো সিলেট সিক্সার্স।
তবে আন্দ্রে ফ্লেচার ও উপল থারাঙ্গা করেন ১০১ রানের জুটিতে অনেকটা এগিয়েছে যায় সিলেট। আন্দ্রে ফ্লেচার ৩০ বলে ৪৮ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যায় আর তখনি সিলেটে রানের চাকা কমতে শুরু করে। রানের চাকা সচল করতে চায় থারাঙ্গা কিন্তু ৩৭ বলে ৫০ রান করে থারাঙ্গাও চলে যায় সাজঘরে। এরপর সাব্বির এসে চেষ্টা করেও কিছু করতে পারেনি মাএ ১৪ বলে ১৬ রান করে কেসরিক উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যায় তিনি।
তবে প্রতিরোধ করছে দানুস্কা গুনাথিলাকা তিনি ২২ বলে ৪২ রানের একটি ঝড় ইনিংস খেলে যায় যার ফলে অনেক বড় সংগ্রহ করে সিলেট রাজশাহী দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। নিহাদুজ্জামানের পরিবর্তে খেলছেন হোসেন আলী। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স। আগের ম্যাচে খেলা শুভাগত হোমের পরিবর্তে আজ খেলছেন কামরুল ইসলাম রাব্বি। আর ক্রিসমার সান্টোকির পরিবর্তে খেলছেন দানুস্কা গুনাথিলাকা।
সিলেট সিক্সার্স: ২০৫/৬ (২০ওভার)
ব্যাটিং: আবুল হাসান (৫*),রস হুইটলি (২৫*)
আউট: আন্দ্রে ফ্লেচার, উপল থারাঙ্গা, সাব্বির রহমান, দানুস্কা গুনাথিলাকা
টার্গেট:২০৬
সিলেট সিক্সার্স একাদশঃ নাসির, সাব্বির রহমান, নুরুল হাসান, আবুল হাসান, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, উপল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, লিয়াম প্লানকেট, দানুস্কা গুনাথিলাকা
রাজশাহী কিংস একাদশঃ লুক রাইট, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার,হোসেন আলী,কেসরিক উইলিয়ামস।