ফের মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক :আর মাত্র ২১৬ দিন। তারপরই পর্দা উঠবে ফুটবলের সবথেকে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী জুনে রাশিয়াতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২১ তম এ আসর। প্রতিবারের মতো এবারের আসরেও অংশ নিবে ৩২টি দল। যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ২৩ দলের বিশ্বকাপ অংশগ্রহন।
বিশ্বকাপে নিজেদের অংশগ্রহন সবার আগে নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাজারও অনিশ্চয়তার মধ্যে থাকা আর্জেন্টিনাও শেষ পর্যন্ত টিকিট পেয়েছে বিশ্বকাপের।
শিরোপার লড়াইয়ের মূল মঞ্চ্যে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেইমার, মেসিরা। বিশ্বকাপের বাছাই পর্বের পর প্রথমবার প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী ১০ নভেম্বর এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানের মুখোমুখি হবে তিতের শিষ্যরা।
এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফান্সের পিয়ের মারওয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
একদিন পর অর্থাৎ ১১ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার মোকাবেলা করবে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের পর এটিও মেসিদের প্রথম ম্যাচ।
মস্কোর লুজানিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুইটি। এ ভ্যেনুতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল।