সৌদি আরবে গ্রেফতার: দুর্নীতি বিরোধী অভিযানের শুরু মাত্র
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি রাজপরিবারের বহু সদস্য, মন্ত্রী ও ব্যবসায়ীদের গ্রেফতারের মাধ্যমে দুর্নীতি বিরোধী অভিযানের কেবল শুরু হলো মাত্র। দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মজেব এ কথা বলেছেন।
তিনি গ্রেফতারের কারণ বর্ণনা করে এক বিবৃতিতে বলেছেন, যেখানেই দুর্নীতি থাকুক না কেন তা উৎপাটনের জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সূচনা হলো।
সৌদি আরবের ব্যবসা ও রাজনৈতিক নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ অভিযানের খবর রবিবার প্রকাশিত হয়। এই ঘটনাকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার উত্থান হিসেবে দেখা হচ্ছে।
যুবরাজের নেতৃত্বে নতুন একটি দুর্নীতি দমন কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রী ও ডজনখানেক সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। এছাড়া দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে সৌদি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।
গ্রেফতারদের মধ্যে বিলিয়নেয়ার প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালও রয়েছেন, যার মালিকানায় রয়েছে ইনভেস্টমেন্ট ফার্ম কিংডম হোল্ডিং। এছাড়া সৌদি আরবের সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফও গ্রেফতার হয়েছেন।
তদন্তের অগ্রগতির বিষয়ে আল মজেব বিবৃতিতে বলেছেন, প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি আরও বলেন, সব সন্দেহভাজনদেরকেই সম্পূর্ণ আইনী অধিকার দেয়া হবে এবং সংশ্লিষ্ট সকলের বিচার সময়মতো ও উন্মুক্ত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি