আশুগঞ্জে ট্রাক চাপায় মটরসাইকেল চালক নিহত
সন্তোষ সূএধর, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলায় ফারর্টিলাইজার সড়কে সারবাহী ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। সে কুমিল্লা মুরাদ নগরের অন্ততপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমরান হাসান (২৩)।
পুলিশ ও এলাকাবাসি জানায়, নিহত ইমরান ইউনানী ল্যাবরেটরিস ঔষুধ কোম্পানীর আশুগঞ্জ এরিয়ার মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কাজ করতেন। বিকাল ৪টার দিকে খাওয়া-দাওয়ার পর চরচারতলায় দিকে মোটরসাইকে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ কাউকে আটক যায়নি।
আশুগঞ্জ থানার( ওসি)তদন্ত মেজবাহ উদ্দিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিওিতে ব্যবস্হা নেওয়া হবে।