ব্রাহ্মণবাড়িয়া অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার দেশীয় পাইপগানসহ অস্ত্রধারী ছিনতাইকারী রাব্বি গ্রেফতার করেছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় সোমবার দিবাগত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ছিনতাইকারী রাব্বি (২০), পিতা-আবেদ মিয়া, মাতা-হনুফা বেগম, সাং-কাজীপাড়া দরগাহ মহল্লা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে দেশীয় তৈরী একটি লোহার পাইপগান, যাহা লম্বা অনুমান ১৩ ইঞ্চি সহ অত্র থানাধীন পৌরসভাস্থ কাজীপাড়া ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। উক্ত অস্ত্র (পাইপগান) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী রাব্বি এর বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।