রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল খেলতে বুধবার ঢাকা আসছেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে বিপিএলের পঞ্চম আসরের খেলা মাঠে গড়ালেও এখনও অনেক তারকা ক্রিকেটারই আসেননি। তবে চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ কাঁপাতে বুধবার ঢাকায় আসবেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে সুজন জানান, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বুধবার) ঢাকায় পৌছাবেন আফ্রিদি। ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে পাকিস্তানি এই তারকাকে। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে মোহাম্মদ আমির দলের সঙ্গে যোগ দেবেন।

বিপিএলের চলতি আসরে ঢাকার হয়ে এরই মধ্যে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয় তারকা পোলার্ড, সুনীল নারিন, এরভিন লুইস, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ডেলপোর্ট। ঢাকার হয়ে খেলার কথা ছিলো ওয়াটসনেরও। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা।

এদিকে চলতি আসরের প্রথম ম্যাচে সিলেটের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ঢাকা।

এ জাতীয় আরও খবর