হোটেলের মেঝেতে ঘুমাচ্ছেন সৌদির বন্দি রাজপুত্ররা, ছবি ভাইরাল
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের টোপে আটকা পড়েছেন সৌদি রাজপুত্রসহ প্রশাসনের ১৭ জন বাঘা বাঘা কর্মকর্তা। সিএনএন জানায়, কয়েক সপ্তাহ আগেই রিয়াদের যে রাজকীয় হোটেল বিশ্বনেতাদের আতিথেয়তার জায়গা ছিল এখন সেটি পরিণত হয়েছে সৌদি যুবরাজদের আটক কেন্দ্রে।
রয়টার্স এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে কয়েকজনকে পাঁচ তারকা হোটেল ‘রিজ কার্লটন’এ রাখা হয়েছে। তবে হোটেলের মালিক পক্ষ সিএনএনকে এই বিষয়ে কোন তথ্য দিতে অস্বীকার করে জানায়, ‘আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি।’
ডেইলি মেইল সৌদি প্রশাসনের এক কর্মকর্তার পাঠানো একটি ছবির বরাত দিয়ে জানিয়েছে, এক মাস আগে প্রিন্স আল ওয়ালিদ ‘ভবিষ্যত বিনিয়োগ’ নিয়ে যে কক্ষে সম্মেলন করেছিলেন সেই কক্ষের মেঝেতেই এখন তাকে ঘুমাতে দেখা গেছে। ছবির ক্যাপশনে বলা হয়, রিজ কার্লটনের সম্মেলন কক্ষে ম্যাট্রেসের ওপর ঘুমিয়ে আছেন সৌদি আরবের ক্ষমতাধর রাজপুত্র ও কর্মকর্তারা।
রাজপুত্রদের আটকের আগে ৪৯২টি কক্ষ বিশিষ্ট এই হোটেলটি ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বরাদ্দ করা ছিল। কিন্তু এক সপ্তাহ থেকেই সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়, কয়েক দিন ধরেই হোটেলের অতিথিদের হোটেল ছাড়তে বাধ্য করা হচ্ছে। এরপর সৌদি রাজপরিবারের জরুরি নির্দেশনায় শনিবার সেটি হঠাৎ করেই সম্পূর্ণ খালি করে ফেলা হয়। সোমবার হোটেলের ওয়েবসাইটে বলা হয়, জরুরী কারণে হোটেলের ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বন্ধ রয়েছে।
সিএনএন জানায়, বিলিওনার ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল , রাজ আদালতের সাবেক প্রধান খালিদ আল তুয়াইজিরি ও সৌদি আরবের মিডিয়া মুঘল ওয়ালিদ আল ইব্রাহিমের মত মধ্যপ্রাচ্যের বিত্তশালী ব্যক্তিদের জন্য রিজ কার্লটন একটি ‘জাঁকজমকপূর্ণ আটক কেন্দ্র’। চলতি বছরে মে’মাসে সৌদি আরব সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হোটেলেই অবস্থান করেছিলেন। সিএনএন, ডেইলি মেইল।