রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অনুমতি পাওয়ার আশায় ফের সমাবেশের তারিখ পরিবর্তন বিএনপির

news-image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বে ঘোষিত সমাবেশের তারিখ আবারও পরিবর্তন করেছে বিএনপি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর সমাবেশ করবো আমরা। আমরা আশা করছি, সরকার সমাবেশ করার জন্য সব রকম সহযোগিতা করবে।

এর আগে গতকাল ৮ নভেম্বরের বদলে ১১ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে নতুন করে প্রশাসনের কাছে চিঠি দিয়েছিল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের অযুহাতে সরকার ইচ্ছাকৃতভাবে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণে বাধা দিচ্ছে কি না- এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অবশ্যই, ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে। কারণ ওই জায়গাটা বাদ দিয়ে সম্মেলন করতে পারতো।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা প্রতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানালেও এবারই প্রথম জানাতে পারছি না। কারণ এবার সরকার কমনওয়েলত পা্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে সেখানে ১৪৪ ধারা জারি করছে। সুতরাং আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করলো।

এ জাতীয় আরও খবর