ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৫ মাস পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৫ মাস পর আশেক হাসান হৃদয় (১২) নামর এক মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথ পুরের দুর্গাপুর ব্রীজ সংলগ্ন স্থান থেকে চাপা অবস্থায় কঙ্কালটি উদ্ধার করা হয়। সে জগন্নাথপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে স্থানীয় একটি সাবান ফ্যাক্টরী সংলগ্ন মাটি চাপা দেয়া অবস্থায় শিশুটির কঙ্কাল উদ্ধার করা হলে নিখোঁজ হওয়া শিশুটির মা নাজমা বেগম কঙ্কালের সাথে ছেলের পরিধানের কাপড় দেখে ছেলের লাশ সনাক্ত করে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, শিশুটি চলতি বছরের ৯ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছিল। দীর্ঘ ৫ মাস পর নিখোঁজ শিশুটির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।