বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারাডাইস পেপার্স ফাঁসের আগের রাতে অমিভাত যা বলেছিলেন

news-image

বিনোদন ডেস্ক : প্যারাডাইস পেপার্সে অমিতাভ বচ্চনের নাম সামনে আসার আগের দিনই প্রবীণ অভিনেতার লেখা ব্লগটি ঘিরে আলোচনা জমে উঠেছে। রবিবার রাতে বচ্চন লিখেন, কাল হয়তো আরও কিছুতে নাম জড়াবে, আমি বরাবরের মতোই সহযোগিতা করে চলব। তবে এই বয়সে আমি একটু নিজের মতো করে শান্তিতে থাকতে চাই কেবল!

সম্প্রতি একটি বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে মুম্বাই পৌরসভা অমিতাভকে একটি নোটিশ পাঠায়। সেই প্রসঙ্গটির সূত্রে তার সর্বশেষ ব্লগ। সেখানে তিনি লিখেছেন, নোটিশ এখনও তার কাছে পৌঁছায়নি। কিন্তু সংবাদমাধ্যমে বিষয়টি জেনে তিনি আগে থেকেই তার আইনজীবীকে দিয়ে উত্তর পাঠিয়েছেন।

তার পরে নিজে থেকেই বফর্স, পানামা পেপার্সের ঘটনার কথা টেনে এনেছেন অমিতাভ। দাবি করেছেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বরাবর তদন্তে সহযোগিতা করে এসেছেন! তার পরেই লিখেছেন, ‘কাল হয়তো আরও কিছুতে নাম জড়াবে।’

ঘটলও তাই। সোমবার আসলো প্যারাডাইস পেপার্সের খবর। তাতেও অমিতাভের নামে অভিযোগ। তা থেকে জল্পনা, তবে কি কিছু আঁচ পেয়েই অমিতাভ এ সব কথা লিখেছেন! নাকি সবটাই স্রেফ ঘটনাচক্রে!