ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় শুকতারা (২০) ও হুসনে আরা (২০) নামে দুই রোহিঙ্গা তরুণী আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার কাউতলি বাস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাউতলি বাসস্ট্যান্ড সংলগ্ন রাজধানী হোটেলের সামনে থেকে শুকতারা ও হুসনে আরাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ঢাকায় যাচ্ছিল পাসপোর্ট করার জন্য। এখন তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।