আখাউড়ায় মাদক প্রতিরোধ বিষয়ক জনসভা অনুষ্ঠিত
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় আইন শৃংখলা নিয়ন্ত্রন ও মাদক চোরাচালান প্রতিরোধ বিষয়ক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান বাছির ভূইয়া, আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম জাবের আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদক ও চোরাচালানের কুফল নিয়ে আলোচনা সহ এ বিষয়ে সামাজিক সচেনতা বৃদ্ধি এবং প্রশাসনকে সাথে নিয়ে সামাজিকভাবে সীমান্ত এলাকার অপরাধ দমনে সম্মিলিত কাজ করার আহব্বান জানান।