অপহরণের ৩ মাস পর যুবক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : অপহরণের তিন মাস পরে এক যুবককে রাস্তার পাশে ফেলে গেছে অপহরণকারীরা। পরে খবর পেয়ে ডিবি পুলিশ ওই অপহৃত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এঘটনা ঘটে।
ডিবি পুলিশ জানায়, তিন মাস আগে সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হানিফ পালোয়ানকে (৩৫) হাত-পা ও মুখ বেধে অপহরণ করেন তার চাচাতো ভাইরা। পরে তাকে অপহরণ করে একটি অন্ধকার রুমের মধ্যে তিন মাস আটকিয়ে রাখে। এঘটনায় অপহৃত ওই যুবকের মা জোবেদা বেগম বেশ কয়েকজনকে আসামী করে সাভার মডেল থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
এঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার না করে আসামীদের পক্ষে কাজ করে বলে অভিযোগ করেন তার মা। পরে আজ সকালে ওই যুবককে সরকার মার্কেট এলাকায় রাস্তার পাশে ফেলে যায় অপহরণকারীরা। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি খবর পেয়ে অপহৃতকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি বলে জানিয়েছে ডিবি পুলিশ। অপহৃত ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েজে ডিবি পুলিশ।
অপহরণকারীদের আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) এফ এম সায়েদ ।