রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে দুয়া পাঠে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেয়া হবে

news-image

ইসলামে নিরাশ হওয়ার সুযোগ নেই। অতীত জীবনে অনেক বেশি পাপ করে নিজেকে জাহান্নামের কীট ভাবার সুযোগ নেই। বরং এ ভাবনা বিতাড়িত শয়তানের একটি মারাত্মক ধোকা। অতীত পাপের প্রতি অনুশচনার মাধ্যমে ইসলামে ফিরে এমে ইসলামের বিধান পালনে অতীত জীবনের পাপ মোচনের ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ‏.

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। (সহিহ বুখারি : ৬৪০৫; সহিহ মুসলিম ৪৮/১০, হাঃ ২৬৯১)

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী, আর আল্লাহ্র নিকট অতি প্রিয়। তা হলো,

سُبْحَانَ اللهِ الْعَظِيمِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه

উচ্চারণ : সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। (সহিহ বুখারি : ৬৪০৬;
সহিহ মুসলিম ৪৮/১০, হাঃ ২৬৯৪)

এ জাতীয় আরও খবর