এবার অস্ট্রেলিয়ায় অনন্ত জলিলের ইসলামের দাওয়াত
বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ অংশ নিয়েছেন অনন্ত। এর আগেও বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই তারকা।
কিন্তু এবারের অনুষ্ঠানে অনন্ত জলিলের পরিবেশনা ছিল একটু ভিন্ন রকম।অনুষ্ঠানে অংশ নেবার আগেই অনন্ত তার ফেসবুক পেইজে জানান ইতিহাস গড়তে যাচ্ছেন এই তিনি। গত ৩ নভেম্বর অনন্ত বলেন, কথা দিলাম ইতিহাস গড়বো। অবশেষে সেই অনুষ্ঠানের মঞ্চে ৪ নভেম্বর ছিল অনন্ত জলিলের পরিবেশনা।
অস্ট্রেলিয়ার সিডনিতে গত শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ নাইট-২০১৭’শিরোনামের অনুষ্ঠানটিতে অনন্ত জলিল বলেন, আপনারা যখন দেশের বাইরে থাকেন, তখন দেশের কথা আরো ভালো মনে হয়। প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা যারা আছেন তারা সবাই নামাজি মানুষ। আমরা ইনশাআল্লাহ্ ইসলামী লাইনে থাকবো। কাজে ব্যস্ত তো থাকবো, তবে পাঁচ ওয়াক্ত নামাজও পড়বো।
ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা-খ্যাতি পান অনন্ত জলিল।এরপর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন।