রোহিঙ্গাদের কারণে বাজেটে চাপ পড়বে না : মুহিত
নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাদের নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা ৪ লাখের সঙ্গে আরও ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ফলে আগামী বাজেটে রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের প্রভাব ফেলবে কি না সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “রোহিঙ্গা ডিপার্টমেন্টস যা চাচ্ছে, আমরা তাই দিচ্ছি, তবে প্রেসার খুব বেশি হবে না।”
সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
একইসঙ্গে বাজেটের উপর কেনো চাপ পড়বে না তারও যুক্তি দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের চাপ বাজেটে না পড়ার কারণ হলো, রোহিঙ্গাদের জন্য যে খরচাপাতি হচ্ছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে হচ্ছে। ফলে আমার বাজেট হেস্তনেস্ত হয়ে যাবে, সে রকম হয়ত হবে না।
তবে বাংলাদেশ মানবিক কারণে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের চাপ যে রয়েছে সেটা অস্বীকার করার নয়। বাংলাদেশের পক্ষে যে এ চাপ সামলানো বশে কষ্টকর সেটা ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলও স্বীকার করছে।
সম্প্রতি মিয়ানমারের সমালোচনা করে মুহিত বলেন, মিয়ানমার একটা ব্লাডি কান্ট্রি, মিয়ানমার একটা বদমায়েশ দেশ। এই মিয়ানমার দেশটি এ বছর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করবে। একইসঙ্গে রোহিঙ্গাদের জন্য এডিবির কাছে সহায়তা চাওয়া হবে বলে জানান মুহিত।
অন্যদিকে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুম কিম সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে রোহিঙ্গাদের তারা সহায়তা করতে তারা। তবে এডিবি যেহেতু একটি ব্যাংক, ফলে রোহিঙ্গাদের অর্থ সহায়তা দেওয়ার আগে একটা পন্থা বের করতে হবে বলেও জানান তিনি। একইসঙ্গে আগামী ৫ বছরে বাংলাদেশে ৮ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার কথাও বলেন হুম কিম।
এদিকে আগামী বাজেটের একটা সম্ভাব্য অঙ্ক নিয়ে পরিকল্পনা করতে সচিবকে বলা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী মুহিত।
বর্তমান অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ কোটি টাকা। সরকারের শেষ বাজেট হবে আগামী বছরে। মুহিত ওই বাজেটের আকার ৫ লাখ কোটি টাকায় নেওয়ার স্বপ্ন আগে থেকেই দেখছেন বলে জানিয়েছেন তিনি। সবমিলে বিভিন্ন মন্ত্রণালয়ের কী পরিমাণ চাহিদা থাকতে পারে, তা কয়েক সপ্তাহের মধ্যেই জানা পাবে বলে জানান তিনি।