যাবজ্জীবন মানে কতদিন?
নিজস্ব প্রতিবেদক : যাবজ্জীবন সাজা মানে আমৃত্য কারাদণ্ড আপিল বিভাগের এমন রায়ের পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন রিভিউ আবেদন করেন।
পরে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, আদালতের এমন রায় ঠিক হয়নি। এ রায়ের ফলে আইনী সংকট সৃষ্টি হয়েছে। তিনি আশা করেন দেশের সর্বোচ্চ আদালত এ বিষয়ে একটি সুনির্দিষ্ট গাইড লাইন দেবেন।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনিরসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।