গ্র্যান্ড ফিনালের আগেই ঘোষণা, সেরা বাংলাদেশের জেসিয়া
বিনোদন ডেস্ক :চীনে এবার বসেছে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। অংশ নিচ্ছেন ১২০টি দেশের প্রতিযোগী। বর্তমানে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৮ নভেম্বর ‘মিস ওয়ার্ল্ডে’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এর আগেই বাংলাদেশের প্রতিযোগি জেসিয়া ইসলামকে সেরা ঘোষণা করা হয়েছে। অবাক হচ্ছেন? না না চূড়ান্ত পর্যায়ে তাকে সেরা ঘোষণা করা হচ্ছে না। The Great Pageant Community নামের একটি সাইট আয়োজন করেছে ভোটাভুটির। প্রশ্ন রেখেছে, ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ এ কার মাথায় মুকুট উঠবে? ভোটাভুটিতে এগিয়ে আছেন জেসিয়া।
১ লাখ ৪৫ হাজারের বেশি ভোট পেয়ে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী জেসিয়া ইসলাম অবস্থান করছেন শীর্ষে। তাইতো গ্র্যান্ড ফিনালের আগেই এই প্রতিযোগিকে সেরা ঘোষণা করছে এই সাইট।
অর্থাৎ, ৩১ ভাগ ভোটদানকারী জেসিয়ার পক্ষে। ৮৮ হাজার ভোট নিয়ে কাছাকাছি অবস্থানে আছেন নেপালের প্রতিযোগী।
সাইটটির পক্ষ থেকে জানানো হয়, পছন্দের প্রতিযোগীকে ১৭ নভেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে। চাইলে একাধিকবারও ভোট দেওয়া যাবে। বিজয়ীর জন্য থাকছে বিশেষ উপহার।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামের জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায়। ‘আমি পুরান ঢাকার মেয়ে। আমি এবার এ লেভেল করছি।’ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর নিজেকে এভাবেই উপস্থাপন করেন তিনি। তার বাবার নাম মনিরুল ইসলাম, পেশায় ব্যবসায়ী। মা রাজিয়া সুলতানা গৃহিণী। ১৮ বছর বয়সী জেসিয়ার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।